Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শাবিতে ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলায় কর্মকর্তা আসামী, সহকর্মীদের প্রতিবাদ

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
শাবিতে ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলায় কর্মকর্তা আসামী, সহকর্মীদের প্রতিবাদ

Manual3 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হিসাব দপ্তরের অডিট এন্ড একাউন্টস অফিসার মৃন্ময় দাশ ঝুটনের বিরুদ্ধে ছাত্রলীগের করা মামলার প্রতিবাদে বিবৃতি দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ।

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে পরিষদের সভাপতি এ এস এম খয়রুল আক্তার চৌধুরী এবং সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

Manual6 Ad Code

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের সদস্য ও হিসাব দপ্তরের অডিট এন্ড একাউন্টস অফিসার মৃন্ময় দাশ ঝুটনের বিরুদ্ধে ভিত্তিহীন ও হয়রানীমূলক মামলা দায়ের করার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ইঙ্গিত বলে ধারণা করছে পরিষদ। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদের সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, এমন মামলায় আমরা তীব্রভাবে ক্ষুব্ধ, তবে শঙ্কিত নই। আমরা ঐক্যবদ্ধ আছি। যেকোনো ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করা হবে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

Manual7 Ad Code

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা কাটাকাটির জের ধরে এদিন রাতে শাহপরান হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

এতে স্বাধীনের সমর্থক ফারদিন কবির গত ১৩ ফেব্রয়ারি আদালতে মামলা করেন।

Manual8 Ad Code

মামালায় সজীব ও তার সমর্থক ৯ জনের নামউল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও ১৪/১৫ জনকে আসামী করা হয়।

এর ১০ দিন পর আদালতে গিয়ে পাল্টা মামলা করেন সজীবের সমর্থক রওফুন জাহান মিলিয়াম।

এই মামলায় ফারদিন কবির, স্বাধীন ও শাবির হিসাব দপ্তরের অডিট এন্ড একাউন্টস অফিসার ও শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মৃন্ময় দাশ ঝুটনসহ ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে ৭/৮ জনকে আসামী করেন সজীবের সমর্থক মিলিনিয়াম।

আসামী করার ১০ দিন পর এ বিবৃতি দিল হিসাব দপ্তরের ওই কর্মকর্তার সহকর্মীরা।

শেয়ার করুন