শাবি ছাত্রদলের সহ সভাপতি হলেন জকিগঞ্জের জসিম লস্কর

Daily Ajker Sylhet

admin

২৩ মার্চ ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ


শাবি ছাত্রদলের সহ সভাপতি হলেন জকিগঞ্জের জসিম লস্কর

জকিগঞ্জ প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে সহসভাপতি হয়েছেন জকিগঞ্জের জসিম লস্কর। গত শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাবিপ্রবি শাখা ছাত্রদলের ৭৬ সদস্যের কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সফটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান ও সাধারণ সম্পাদক করা হয়েছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারকে। ওই কমিটিতে দ্বিতীয় সহসভাপতি করা হয়েছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের শিক্ষার্থী জসিম লস্করকে। তিনি সিলেট জেলার বাসিন্দা হিসেবে একমাত্র সহ-সভাপতি। তিনি জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দী গ্রামের মরহুম জামাল উদ্দিন লস্করের ছেলে।

ঘোষিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে সহসভাপতি মনোনীত করায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জকিগঞ্জের জসিম লস্কর।

Sharing is caring!