Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.) মাজার থেকে অ প হৃ ত শিশু অবশেষে মাধবপুরে উদ্ধার

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল (রহ.) মাজার থেকে অ প হৃ ত শিশু অবশেষে মাধবপুরে উদ্ধার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সিলেট মহানগরীর শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গন থেকে ২৮ অক্টোবর অপহরণ হওয়া দেড় বছরের শিশু সিনহা আক্তার তাবাসসুমকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণের সাথে জড়িত থাকায় জেসমিন আক্তার (২৪) নামের এক মহিলা সহযোগীকে আটক করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীননগর এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির।পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ অক্টোবর বিকেলে শাহজালাল (র.) মাজারের মহিলা ইবাদতখানার সামনে থেকে জকিগঞ্জের বাল্লা গ্রামের রেহানা বেগমের দেড় বছরের মেয়ে সিনহা আক্তার তাবাসসুম চুরি হয়। ঘটনার পর স্বামী তাকে ঘর থেকে বের করে দেন। সন্তান হারানোর শোকে রেহানা দীর্ঘদিন মাজার প্রাঙ্গণ ও গ্রামের বাড়ির মধ্যে ঘুরে বেড়ান এবং কোতোয়ালী থানায় একটি জিডি করেন। প্রায় ৪৮ দিন পর,  সোমবার (১৫ ডিসেম্বর) শাহজালাল (রহ.) দরগা প্রাঙ্গণে তিনি হঠাৎ মো. আলী (২৭) সেই যুবককে শনাক্ত করেন। যিনি তার মেয়েকে নিয়ে গিয়েছিলেন। স্থানীয়দের সহায়তায় আলিয়া মাদরাসা মাঠের কাছে যুবকটিকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীননগর এলাকার একটি বাড়ি থেকে সিনহা আক্তার তাবাসসুমকে উদ্ধার করা হয়। এসময় মো. আলীর স্ত্রী জেছমিনকে আটক করা হয়।সমাজসেবা সিলেটের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী বলেন, “বিজ্ঞ শিশু আদালত অবকাশকালীন ছুটি থাকায় শিশুর সর্বোচ্চ মঙ্গলার্থে উদ্ধারকৃত শিশু সিনহা আক্তার তাবাসসুমকে তার মা রেহানা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতের কার্যক্রম শুরু হলে রেহানা বেগম সিনহা আক্তার তাবাসসুমকে নিয়ে আদালতের দারস্থ হবেন।”

Manual5 Ad Code

শেয়ার করুন