শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

Daily Ajker Sylhet

admin

২৩ জুন ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ


শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক:
ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শনিবার তিনি পেসমেকার বদলের জন্য হাসপাতালে ভর্তি হন।

সোমবার রাতে আনন্দবাজার জানায়, তার নতুন পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে ভালো আছেন ‘মানবজমিনের’লেখক।

চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরোনো হয়ে গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পেসমেকারের কারণে বর্ষীয়ান এ লেখকের যাতে অন্যকোনো শারীরিক সমস্যা তৈরি না হয়, তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্দিষ্ট দিনে তার অস্ত্রোপচার হয়, সঙ্গে সামান্য শ্বাসকষ্ট শুরু হয়।

তবে চিকিৎসকদের পক্ষ থেকে পরিবারের সদস্যদের জানানো হয়েছে, বর্তমানে ৮৮ বছরের সাহিত্যিকের অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি।

Sharing is caring!