Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার সুনামগঞ্জে আসছেন পুলিশ প্রধান

admin

প্রকাশ: ১৬ মে ২০২৪ | ০৭:০০ অপরাহ্ণ | আপডেট: ১৬ মে ২০২৪ | ০৭:০০ অপরাহ্ণ

ফলো করুন-
শুক্রবার সুনামগঞ্জে আসছেন পুলিশ প্রধান

Manual2 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
আগামীকাল শুক্রবার সুনামগঞ্জে সরকারী সফরে আসছেন বাংলাদেশ পুলিশের বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Manual4 Ad Code

পুলিশ প্রধান আগামীকাল শুক্রবার ১৭ মে সকাল ১১ টায় সুনামগঞ্জ উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ সময় তার সহধর্মিনী ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী উপস্থিত থাকবেন।

সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকায় পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন। পরে তিনি পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব এবং সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্ধোধন করবেন। এছাড়া পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

Manual5 Ad Code

পুলিশ প্রধানের সাথে তার সহধর্মনী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সুনামগঞ্জ জেলায় সফরে আসবেন। পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা পুনাক শাখার উদ্যোগে সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন নব নির্মিত পুনাক বিপনী বিতান এর শুভ উদ্ধোধন করবেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে ১২০ জন অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবেন।

পরে তিনি সুনামগঞ্জ জেলা পুনাকের নেত্রীবৃন্দের সাথে মতাবিনিময় সভা করবেন। আইজিপির সুনামগঞ্জ আগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল তিনটায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ স্হানীয় সাংবাদিক দের প্রেস ব্রিফিং করেন।

Manual6 Ad Code

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ. অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস. অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Manual8 Ad Code

শেয়ার করুন