শ্রীমঙ্গলে ৩৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মোবাইল এক্সেসরিজ জব্দ
০৯ অক্টো ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আমদানীকৃত ৩৬ লক্ষ টাকা মূল্যের মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৭ অক্টোবর) রাত্রিবেলা এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শহরের মৌলভীবাজার রোডস্থ এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড এর অফিস থেকে চোরাই পথে আমদানীকৃত বিপুল পরিমান ভারতীয় মোবাইল এক্সেসরিজ আটক করে থানায় নিয়ে আসা হয়।’
তিনি আরো বলেন, ‘আটককৃত মালামালের বৈধ কোন মালিক বা কাজগপত্র না পাওয়াতে সেগুলোকে জব্দ করে মামলা রুজু করা হয়েছে। এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করতেছে।’
এদিকে জব্দকৃত মালামালের মধ্যে দুই হাজার ৪’শ পিছ মোবাইলের এলসিডি ডিসপ্লে রয়েছে। যার বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা বলেও তিনি জানান।