Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

admin

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

Manual6 Ad Code

স্পোর্টস রিপোর্টার:
কক্সবাজারে চলমান ত্রিদেশীয় সিরিজের জয়ের ধারা বজায় রাখছেন বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত চলতি সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতে জয় পেলেন টাইগ্রেসরা। সেই সঙ্গে টানা তিন ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছেন স্বাগতিকরা। আগামীকাল একই মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। যারা জিতবে তারা আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে।

গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৪ রান তোলেন টাইগ্রেসরা। এদিন বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন রাবেয়া আক্তার। তার এই অর্ধশতক ইনিংসে ছিল ছয়টি চার। এছাড়াও এদিন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন আফিয়া আছিমা ইরা।

Manual2 Ad Code

লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৩ রান তোলে সফরকারী শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন দিমি ভিগাঙ্গা। এছাড়াও এদিন শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার নেথমি পূর্ণা সেনারাথনা। তবে নাটকীয়তা হয় ম্যাচের শেষ ওভারে। এই ওভারে সফরকারীদের জয়ের জন্য দরকার ছিল ৮ রান। যদিও শেষ ওভারের প্রথম বল নো বল করেন জান্নাতুল মাওয়া। সেখান থেকে জয় তুলে নেয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: ২০ ওভারে ১১৪/৬(রাবেয়া ৫০*, আফিয়া ৩১, সুমাইয়া ১২; নানাইয়াকারা ১/৬, ডিউমি ১/২১, শশীনি ১/২৯)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১১৩/৫(ডিউমি ৩০, নেতমি ২৭, ভিস্মি ২৬; মাওয়া ১/৭, রাবেয়া ১/১৮, নিশিতা ১/২৬)
ফল: বাংলাদেশ ১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রাবেয়া খান।

Manual7 Ad Code

শেয়ার করুন