Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ০১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান অপু বিশ্বাস

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
অভিনয় থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর গল্পটা পুরনো। এর আগে অনেকেই অভিনেতা থেকে হয়েছেন নেতা। সংসদে গেছেন জনপ্রতিনিধি হয়ে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হতে দৌড়ঝাপ শুরু করেছেন তারকাদের অনেকে।

Manual5 Ad Code

এবার সেই দলে নাম লেখাতে যাচ্ছেন অপু বিশ্বাস। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে এমন ইচ্ছা প্রকাশ করে অপু বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

Manual4 Ad Code

অভিনেত্রী আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

Manual8 Ad Code

এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে মরিয়া হয়ে আছেন ফেরদৌস ও মাহিয়া মাহি। রাজনীতির মাঠেও সরব রয়েছেন তারা। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় দেখা যায় তাদের। এবার তাদের কাতারে ভিড়লেন অপু বিশ্বাস।

শেয়ার করুন