সরালি হাঁসেরা..
১১ জুন ২০২৪, ০১:১৭ অপরাহ্ণ
শীত আসার সঙ্গে সঙ্গে জলাশয় অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার খালবিলে ও জলাশয়ে হাজার হাজার রাজ সরালি ও পাতি সরালি পাখি আগেই চলে আসে। এদিকে জলাশয়ে পানি থাকায় এবং শামুক আর বিশেষ করে ধান থাকার কারণে আর এরা ফিরে যায়নি। কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে তারা ধীরে ধীরে স্থানীয় বাসিন্দা হয়ে যাচ্ছে। জলাশয়ে ডিম দিয়ে বাচ্চাও তুলেছে। সরালির ছবিগুলো রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া এলাকা থেকে তোলা।