Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী নাহিদের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

admin

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ০৬:২০ অপরাহ্ণ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ০৬:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক মন্ত্রী নাহিদের বিরুদ্ধে আরও দুটি হত্যা মামলা

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ও সাংসদ নাহিদকে প্রধান আসামী করে আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক এ দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

একটি মামলা গোলাপগঞ্জে পুলিশ বিজিবি ও সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলাম (২৪) এর স্ত্রী খাদিজা মাহিরুল (মামলা নং-১০-২৫-০৮-২০২৪ইংরেজি ) বাদী হয়ে দায়ের করেন। এই মামলায় প্রধান আসামীকে করা হয় সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে।

একই মামলায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ মোট ১১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০/১১০ জনকে আসামী করা হয়।

অপর একটি মামলাও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে (মামলা নং-১১, ২৬-০৮-২০২৪ইংরেজি) ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজ (২৩) এর বড় ভাই সাঈদ আলম।

Manual4 Ad Code

এই মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ মোট ৫৫জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামী করা হয়।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।

Manual7 Ad Code

এর আগে পুলিশ-বিজিবির গুলিতে নিহত উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের মৃত মোবারক আলীর পুত্র গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম ২৩ আগস্ট (শুক্রবার) গোলাপগঞ্জ মডেল থানায় আরেকটি হত্যা মামলা (মামলা নং-০৮/১৩৬, ২৩-০৮-২০২৪ইংরেজি) দায়ের করেন। এই মামলাও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদ এমপিকে প্রধান আসামী করা হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন