Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাভারে দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

সোমবার (১৮ মার্চ) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – আনোয়ার হোসেন ওরফে সোহান খান(১৬), মো. ছাদিক হাসান মুনতাসির (১৫), সিরাজুল ইসলাম (১৯) ও আব্দুল লতিফ (২১)।

Manual7 Ad Code

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন জানান, দুই স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাত ৮টার দিকে পূর্বের বাকবিতণ্ডার জেরে সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জিসান প্রামাণিক(১৫) ও ওয়াজ আলী স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থী সিয়াম রাজাকে(১৫) কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বর্তমানে ওই দুই শিক্ষার্থী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন