Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সামিরা খান মাহি এবার চিত্রনায়িকা

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সামিরা খান মাহি এবার চিত্রনায়িকা

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :
এলাকার একমাত্র ডন মূসা ভাই। তিনি এতটাই প্রভাবশালী যে, যার নাম মুখে নেওয়ার আগে সবাইকে ‘দুঃখিত’ উচ্চারণ করতে হয়! এলাকার জনগণ তাকে বাঘের চেয়েও বেশি ভয় পায়।

Manual6 Ad Code

এই ডন আবার ঢাকাই সিনেমার পাঁড় ভক্ত। সিনেমা বলতে সিনেমার নায়িকাদের বিষয়ে সে অন্ধ। সারাদিন সিনেমা দেখবে, গান শুনবে আর নায়িকাদের নিয়ে দিবাস্বপ্ন দেখে তার উদয়-অস্ত কাটে।

একই পাড়ার দুষ্টু ছেলে জসিম। যার কাজই হচ্ছে মানুষকে বুদ্ধি দিয়ে বিপদে ফেলানো। যথারীতি জসিমের বুদ্ধির জালে জড়িয়ে পড়েন ডন মূসা ভাই। জসিমের বুদ্ধিতে চিত্রনায়িকা বিজলীকে কাছে পাওয়ার আশায় সিনেমা প্রযোজনায় নামেন মূসা ভাই। শর্ত একটাই, বিজলির সঙ্গে তাকে নাচার সুযোগ দিতে হবে সিনেমায়!

এমনই এক মজার গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাম ‘নায়িকা তুমি কার’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাইদুর রহমান পাভেল, সবুজ সানী, রেশমা আহমেদসহ অনেকে।

Manual2 Ad Code

নির্মাতা জানান, এতে চিত্রনায়িকা বিজলির চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি।

রাফাত বলেন, ‘এটা একটা মজার নাটক। যেখানে পর্দার নায়িকার প্রেমে পড়ে মহল্লার ডন! দুজনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা। আশা করছি ঈদ আনন্দে বাড়তি আনন্দ দেবে নাটকটি।’

Manual7 Ad Code

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদের বিশেষ এই নাটকটি মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Manual5 Ad Code

শেয়ার করুন