Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ০৫:২০ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ | ০৫:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি ও এর সমমনা দলগুলোর ১০ম দফায় ডাকা সর্বাত্মক অবরোধসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। এদের মধ্যে শুধুমাত্র রাজধানীতেই র‌্যাবের ১২৬টি টহল দল মোতায়েন করা হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া যাত্রী ও পণ্য পরিবহনে বিভিন্ন স্থানে দূরপাল্লার যানবাহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‌্যাব। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন