সালিশি বৈঠক শেষে বিষপান, ৫ দিন পর যুবকের মৃত্যু
২৯ এপ্রি ২০২৩, ১২:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম কর্ণফুলীতে বোরহান উদ্দিন সোহান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। চুরির দায়ে সালিশবৈঠক শেষে বিষপান করে সোহান।
পাঁচ দিন পর শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। সোহান উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ৪নং ওয়ার্ড খোয়াজনগর গ্রামের মো. ইউসুফ আলীর বড় ছেলে।
স্থানীয় সূত্র জানায়, খোয়াজনগর এলাকার আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনায় ঈদের পর দিন ২৩ এপ্রিল রাতে একই এলাকায় সালিশবৈঠকের পর অপমানে বিষপান করেন সোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
সোহানের চলাফেরা উচ্ছৃঙ্খল ছিল বলে জানান স্থানীয়রা। অনেক চেষ্টা করেও তার পরিবার তাকে সঠিক পথে ফেরাতে পারেনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গত ২৩ এপ্রিল রাতে বিষপান করে হাসপাতালে ভর্তি ছিল ছেলেটি। শুক্রবার পাঁচ দিন পর চিকিৎসাধীন মারা যায়।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।