সিলেটগামী ট্রেন আটকা পড়ল লাউয়াছড়া বনে

Daily Ajker Sylhet

admin

০১ নভে ২০২৩, ০১:৪৭ অপরাহ্ণ


সিলেটগামী ট্রেন আটকা পড়ল লাউয়াছড়া বনে

শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সিলেট ঢাকা রেলপথে ট্রেনের নতুন বগি সংযোজন করলেও ট্রেনের নতুন ইঞ্জিন সংযোজন করা হয়নি। ফলে ওই রুটে আন্ত:নগর ট্রেনগুলোর পুরাতন ইঞ্জিন থাকায় যেখানে সেখানে বিকল হয়ে পড়ে। এতে আন্ত:নগর ট্রেনগুলোর যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেলরুটের সিলেটগামী আন্ত:নগর উপবন ট্রেনের ইঞ্জিন মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতর বিকল হয়। এতে ওই ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৩৯ আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেন শত শত যাত্রী নিয়ে সিলেট অভিমুখে যাত্রা করে। উপবন ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করে রাত আড়াইটায় লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন ফেল করে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে কোনোরকম পুনরায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘ট্রেনটির ইঞ্জিন পুরাতন থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পাহাড়ের উঁচুতে উঠতে না পারায় ইঞ্জিন ফেল করে। পরে ট্রেনটি কোনোরকম পেছনের দিকে শ্রীমঙ্গল স্টেশনে আসে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে রাত ৪টায় ওই যাত্রীদের তুলে দেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, হয়তো শিগগিরই আন্ত:নগর ট্রেনগুলোতে নতুন ইঞ্জিন সংযোজন করা হবে।’

Sharing is caring!