Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের পুলিশ কমিশনার প্রত্যাহার

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৩:০৮ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ০৩:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের পুলিশ কমিশনার প্রত্যাহার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ করতে না পারে সেই লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াস শরীফকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সাথে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষর করা এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

দুই কমিশনার ছাড়াও পাঁচ জেলার এসপিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি একজন জেলা প্রশাসক ও তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে সংস্থাটি।

চিঠিতে বরিশাল ও সিলেটের দুই পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের স্থলে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলেছে ইসি।

Manual1 Ad Code

এ প্রসঙ্গে এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরীফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোন আদেশ পাইনি’।

Manual4 Ad Code

শেয়ার করুন