Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের যে ইউনিয়নে নির্বাচন ২৮ এপ্রিল

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০৫:২১ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ০৫:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের যে ইউনিয়নে নির্বাচন ২৮ এপ্রিল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আগামী ২৮ এপ্রিল দেশের ২২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেটের একটি ইউনিয়ন। রবিবার (১০ মার্চ) ভোটের এ তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual5 Ad Code

সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন- সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি, লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখা, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ, দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল, রাজশাহীর পুঠিয়ার পুঠিয়া, ভোলার লালমোহনের ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ, পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া, বরগুনার আমতলীর আমতলী, সাতক্ষীরা সদরের আলিপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউপিতে আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণ হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

Manual8 Ad Code

শেয়ার করুন