Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সাইবার ট্রাইবুনালে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতার মামলা

admin

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সাইবার ট্রাইবুনালে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতার মামলা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ।

ফেইসবুকে প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চসহ সাধীনতা স্বপক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার, কটুক্তিমূলক, ব্যাঙ্গত্বক ও অপবাদমূলক পোস্ট দেওয়ার কারণে তিনি ৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

Manual7 Ad Code

মামলার আসামীরা হচ্ছেন সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত এলাধীন হাজারীসেন গ্রামের আজিজুর রহমানের ছেলে ফয়েজ আহমদ, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ এলাকাধীন সফরপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম, সিলেট নগরীর কতোয়ালী থানাধীন ঝেরঝেরি পাড়ার এলাকার আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলাম মাসুদ।

Manual4 Ad Code

মামলা সূত্রে জানা যায়, মামলার আসামীরা স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী ও রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী চক্রের লোক। তারা বিভিন্ন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এডিট ও বিকৃত করে নানা অশ্লীন এবং নানা বেঙ্গাত্বক পোস্ট তাদের ফেইসবুক আইডিতে আপলোড করে তা প্রচার করেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী ও রাষ্ট্রদ্রোহী একাধিক পোস্ট প্রচারের কারণে মোস্তাফিজুর রহমান মনক্ষন্য হয়ে এ মামলা দায়ের করেন বলে আরজিতে উল্লেখ করেছেন।

Manual2 Ad Code

সিলেটের সাইবার ট্রাইবুনাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Manual1 Ad Code

সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট টিপু রঞ্জন দাস মামলা দায়েরের সত্যতা নিশ্চত করেছেন।

শেয়ার করুন