Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সেই ট্রাক চালককে ধরলো র‌্যাব

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সেই ট্রাক চালককে ধরলো র‌্যাব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যুর ঘটনায় পলাতক সন্দেহভাজন এক ট্রাকচালককে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চালক বুরহান উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতার বুরহান উদ্দিন (৪২) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ এলাকার আব্দুল কাদিরের ছেলে।

Manual6 Ad Code

র‌্যাব সূত্র জানায়, নিহত সাইদুর রহমান (২৩) সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। গত ২ নভেম্বর বিকেলে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেলযোগে সিলেট শহরের উদ্দেশে রওনা হন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু হাসান (২২)। সন্ধ্যায় জালালাবাদ থানাধীন হাউসা সাকিন এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সুনামগঞ্জগামী মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। আহত হন তাঁর বন্ধু হাসান। দুর্ঘটনার পর ট্রাকটি লামাকাজী সেতুর ওপর ফেলে রেখে চালক দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

Manual8 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতার ব্যক্তিকে সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব–৯ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।’

শেয়ার করুন