Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাব

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজলকে (৫০) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

Manual5 Ad Code

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেট মহানগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজল কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় ফজল দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মোগলাবাজার থানার এফআইআর নং- ১১/১১৮) এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারের পর ফজলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র‍‍্যাব-৯।

শেয়ার করুন