সিলেটে আজ পুলিশ-আ.লীগ-বিএনপি একসঙ্গে মাঠে!

Daily Ajker Sylhet

admin

০১ এপ্রি ২০২৩, ০২:৪০ অপরাহ্ণ


সিলেটে আজ পুলিশ-আ.লীগ-বিএনপি একসঙ্গে মাঠে!

স্টাফ রিপোর্টার:
সিলেটে আজ পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে মাঠে থাকবে। কেন্দ্রের নির্দেশে সিলেটে আজ শনিবার (১ এপ্রিল) দুপুরের পর পৃথক স্থানে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমার চন্ডিপুলে ও মহানগরের উদ্যোগে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

তবে সিলেটে সম্প্রতি খোলা জায়গায় কোনো কর্মসূচি পালনে ‘নিষেধাজ্ঞা’ রয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ। তাই ‘নিষেধাজ্ঞা’ অমান্য করে সিলেটে আজ যাতে বিএনপি ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করতে না পারে সে জন্য আজ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। প্রয়োজনে পুলিশ ‘কঠোর ব্যবস্থা’ করবে।

এদিকে, ‘পুলিশি বাধা’ উপেক্ষা করে কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা।

অপরদিকে, সাম্প্রতিক পাল্টা কর্মসূচির মতো আজ শনিবারও সিলেটে বিএনপির পাশাপাশি মাঠে থাকবে আওয়ামী লীগ। ‘দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে’ মহানগর আওয়ামী লীগের মানববন্ধন কর্মসূচি আজ শনিবার সিলেটের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে।

দেশব্যাপী চলছে বিএনপির ‘যুগপৎ আন্দোলন’। এর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

কেন্দ্রের নির্দেশে সিলেট জেলা এবং মহানগর বিএনপিও প্রস্তুতি নিয়েছে কর্মসূচি পালনের। মহানগর বিএনপি সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এবং জেলা দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ নিয়ামাহ টাওয়ারের সামনে এ কর্মসূচি পালন করবে। এ লক্ষ্যে শুক্রবার দুপুর থেকে দুটি শাখার নেতৃবৃন্দ এই দুই স্থানে প্যান্ডাল তৈরিসহ নানা প্রস্তুতি নিতে শুরু করেন। তবে শুক্রবার বেলা ২ টার শহিদ মিনার প্রাঙ্গনে প্যান্ডাল তৈরিতে এসে বাধা দেয় মহানগর পুলিশ।

এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশের পক্ষ থেকে বলা হয়- এই শহিদ মিনার প্রাঙ্গনসহ কোনো খোলা জায়গায় কর্মসূচি পালনের অনুমতি নেই। চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচির আয়োজন করতে পারে বিএনপি।

পুলিশের বাধায় তাৎক্ষণিক প্যান্ডাল তৈরি বন্ধ করলেও মহানগরের নেতারা উপস্থিত সাংবাদিকদের জানান- যে কোনো কিছুর বিনিময়ে শনিবারের কর্মসূচি তারা পালন করবেন। এসময় সেখানে উপস্থিত থাকা সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন সাংবাদিকদের বলেন, গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এত দিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে- এখানে অনুষ্ঠান করা যাবে না। এটা অন্যায়। পুলিশ চাইলে আরও আগে বাধা দিতে পারতো, কর্মসূচির আগের দিন কেন?

এ বিষয়ে শুক্রবার রাতে নাসিম হোসাইন বলেন- শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি যে কোনো মূল্যে অবস্থান কর্মসূচি পালন করবে। পুলিশি বাধা উপেক্ষা করে এ কর্মসূচি পালনের জন্য প্রস্তুত আমরা।

মহানগর বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিত থাকার কথা রয়ছে।

এদিকে, দক্ষিণ সুরমার চন্ডিপুলে জেলা বিএনপির প্রস্তুতিতে শুক্রবার কোনো বাধা আসেনি বলে সিলেটভিউ-কে জানিয়েছেন এ শাখার সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তবে শনিবার বাধা আসতে পারে- এমন আশঙ্কা তাঁর। বাধা আসলেও তারা কর্মসূচি পালন করতে প্রস্তুত বলে শুক্রবার রাতে সিলেটভিউ-কে জানিয়েছেন কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন- সারা দেশেই বিএনপি সরকারের নির্যাতনের শিকার। গণতান্ত্রিক সকল আন্দোলন সরকার বাধা দিচ্ছে। সিলেটেও দিবে, এটাই স্বাভাবিক। তবে আমরা সকল বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করবো।

জেলার কর্মসূচিতে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মো. এনামুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে জানিয়েছে বিএনপি সূত্র।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস শুক্রবার রাতে সিলেটভিউ-কে জানান, মূলত বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বা কোনো খোলা জায়গায় কর্মসূচি না করতে বলছে। কারণ- পুলিশের পক্ষ থেকে এমন অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এসব কর্মসূচির আয়োজন করতে পারেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- জনদুর্ভোগসহ নানা দিক বিবেচনায় সম্প্রতি এসএমপি এমন নির্দেশনা জারি করেছে। বিষয়টি বিএনপিকে অবগত করে বার বার বলা হচ্ছে- কোনো ইনডোরে কর্মসূচির আয়োজন করতে।

শনিবার বিএনপি পুলিশের ‘নিষেধাজ্ঞা অমান্য করলে’ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সুদীপ দাস।

অপরদিকে, শুক্রবার (৩১ মার্চ) সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানান- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী অপশক্তি কর্তৃক সারা দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে’ সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১ এপ্রিল) বেলা ২টায় কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এদিকে, পবিত্র রমজানেও প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট নগরবাসী। সচেতন অনেকের প্রশ্ন- এসব কর্মসূচি দিয়ে বিএনপি দেশের জন্য কী কল্যাণ বয়ে নিয়ে আসছে? আর আওয়ামী লীগের-ই বা এমন পাল্টা কর্মসূচি ঘোষণা করে জনসাধারণকে উদ্বেগের মধ্যে ফেলার কী দরকার?

সাধারণ মানুষ আর রাজনৈতিক সহিংসতা দেখতে চায় না বলে মন্তব্য করেন তারা।

 

Sharing is caring!