সিলেটে আত্মগোপন করেও রক্ষা হয়নি শামীমের

Daily Ajker Sylhet

admin

১৭ মার্চ ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ


সিলেটে আত্মগোপন করেও রক্ষা হয়নি শামীমের

স্টাফ রিপোর্টার:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকা থেকে নেত্রকোনার হত্যা মামলার পলাতক আসামী শামীম বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

রবিবার মধ্যরাতে সিলেটের কোতয়ালী থানাধীন কিন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শামীম বিশ্বাস (২৮) নেত্রকোনা জেলার শিমুলাটি এলাকার সাদির বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনায় হত্যা মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!