Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আদালতে হাজিরা দিতে আসার পথে যুবক খুন

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আদালতে হাজিরা দিতে আসার পথে যুবক খুন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট আদালতে একটি মামলার হাজিরা দিতে আসার পথে অতর্কিত হামলার শিকার হয়ে খুন হয়েছেন বালাগঞ্জের এক যুবক। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

Manual6 Ad Code

হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামে এক যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং তার ভাই জাহেদুল ইসলামকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

ঘটনাস্থলে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানাপুলিশ রয়েছে।

Manual1 Ad Code

জুনেদুল ও জাহেদুল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়- জুনেদুল ও জাহেদুলসহ কয়েকজন একটি মামলায় হাজিরা দিতে সিএনজি অটোরিকশাযোগে সিলেট আদালতে আসছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে তাদের গাড়ি আসামাত্র ১৫-২০ জন দুর্বৃত্ত তাদের গাড়িটি আটকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলায় চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জুনেদুলের মৃত্যু ঘটে।

Manual4 Ad Code

এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। তবে জুনেদুলের ভাই জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানাপুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন- অতর্কিত হামলায় জুনেদুল নামের যুবক মারা গেছেন। বাকি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কাউকে এখনো আটক করা হয়নি। হত্যাকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন