Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আবারও আ.লীগ-বিএনপি ‘মুখোমুখি’!

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আবারও আ.লীগ-বিএনপি ‘মুখোমুখি’!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিএনপির কর্মসূচির দিনে ফের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৩১ মার্চ) সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানান- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির রাজনীতি বিনষ্টকারী অপশক্তি কর্তৃক সারা দেশে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে’ সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১ এপ্রিল) বেলা ২টায় কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

এর আগে বিএনপি সারা দেশের জেলা শহর ও মহানগরে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। কেন্দ্রীয় নির্দেশে শনিবার ‘বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে’ সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করা হবে সিলেটে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি।

মহানগর বিএনপি সিলেট চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে এবং জেলা দক্ষিণ সুরমার চন্ডিপুলে এ কর্মসূচি পালন করবে।

এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

Manual6 Ad Code

এদিকে, পবিত্র রমজানেও প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট নগরবাসী। সচেতন অনেকের প্রশ্ন- এসব কর্মসূচি দিয়ে বিএনপি দেশের জন্য কী কল্যাণ বয়ে নিয়ে আসছে? আর আওয়ামী লীগের-ই বা এমন পাল্টা কর্মসূচি ঘোষণা করে জনসাধারণকে উদ্বেগের মধ্যে ফেলার কী দরকার?

Manual8 Ad Code

সাধারণ মানুষ আর রাজনৈতিক সহিংসতা দেখতে চায় না বলে মন্তব্য করেন তারা।

Manual8 Ad Code

শেয়ার করুন