সিলেটে ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা
২০ এপ্রি ২০২৩, ০৭:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঈদের জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি ,পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তা বলয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এসব নিরাপত্তা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদ্গাহ মাঠ পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ-বিপিএম (বার) পিপিএম।
এসময় তিনি সাংবাদিকদের জানান, সিলেট মহানগরীতে ৯০টি (ঈদ্গাহে) ঈদ জামাত এবং ৪৩৭টি মসজিদে হবে ঈদের জামাত। ঈদের জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি ,পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ থাকবে মাঠে। ঈদের দিন এবং ঈদের পরের দিন সিলেট মহানগরীতে কড়া নিরাপত্তার কথাও জানান পুলিশ কমিশনার।
এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) সুদীপ দাস, অফিসার ইনচার্জ (কোতোয়ালি মডেল থানা) মোহাম্মদ আলী মাহমুদ, অফিসার ইনচার্জ (এয়ারপোর্ট থানা) মো. মঈন উদ্দিন শিপনসহ অন্যান্য অফিসারবৃন্দ।