Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কমেছে অবরোধের উত্তাপ, যান চলাচল স্বাভাবিক

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ০৫:২২ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ০৫:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কমেছে অবরোধের উত্তাপ, যান চলাচল স্বাভাবিক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। তিন দিনের এ অবরোধের প্রথম দিন সিলেট ছিলো অনেকটা উত্তপ্ত। অবরোধের প্রথম দিন সিলেটে পুলিশের ধাওয়ায় দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে বুধবার (১ নভেম্বর) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় যুবদল। আর বৃহস্পতিবার (০২ নভেম্বর) তৃতীয় দিন কাটছে অনেকটা শান্ত পরিস্থিতিতে। বিক্ষিপ্ত কিছু পিকেটিং এর ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই মহানগরীর রাস্তায় যানচলাচল স্বাভাবিক ছিল। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় বাড়ছে গণপরিবহনের সংখ্যা। সিলেটের কদমতলী বাস স্ট্যাণ্ড থেকে কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে। আর স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার সিলেটে অবরোধের সমর্থনে সকালে দক্ষিণ সুরমার বাইপাসে রাস্তায় গাছের ডালে আগুন ধরিয়ে পিকেটিং করে জেলা বিএনপি নেতাকর্মীরা। তবে কিছু সময় পিকেটিং করারা পর পুলিশ দেখামাত্রই দৌঁড়ে পালিয়ে যায় তারা।

Manual4 Ad Code

এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল-যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় একজনকে আটক করে পুলিশ।

নগরীতে অনেকটা স্বাভাবিকভাবেই চলছে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন। তবে দূরপাল্লার বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অবশ্য যে কয়েকটি বাস ছেড়ে গেছে সেগুলোতে ছিল পুলিশের নজরদারি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর তেমুখী পয়েন্টে শান্তি সমাবেশে করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকু রহমান চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত যেখানে অবরোধ হরতাল কর্মসূচি দিবে, সেখানেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। আওয়ামী লীগের উন্নয়নে তারা ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে। আমরা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে তা প্রতিরোধ করবো।

Manual2 Ad Code

শেয়ার করুন