Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কেন্দ্রীয় আ. লীগের নেতৃবৃন্দ, কর্মী সমাবেশ সন্ধ্যায়

admin

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ০২:০২ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কেন্দ্রীয় আ. লীগের নেতৃবৃন্দ, কর্মী সমাবেশ সন্ধ্যায়

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসমাবেশে অংশ নিতে সিলেট এসে পৌঁছেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

Manual5 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

Manual2 Ad Code

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। সবাবেশে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

Manual3 Ad Code

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন