Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৫:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই

Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদী থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই চালকের নাম শিপন আহমদ (২৫)। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে। শিপন আহমদ এক কন্যা সন্তানের জনক।

Manual1 Ad Code

পরিবারের বরাতে পুলিশ জানায়, শনিবার রাত ৮ টার দিকে ভাড়ায় চালিত রেজিষ্টেশন বিহীন (অনটেস্ট) সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হলে আর বাড়িতে ফিরে আসেননি শিপন আহমদ। ভাড়ায় চালিত হওয়ায় কে-বা কারা শিপন আহমদের গাড়িটি ভাড়ায় নিয়ে যায়। রাত গভীর হলেও শিপনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদী পারে শিপনের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।

এই ঘটনায় ওসমানীনগর থানার এসআই নাইমুল হাসান বলেন, ‘শিপন যেহেতু সিএনজি চালিত অটোরিকশা চালান সেহেতু কে-বা কারা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ভাড়ায় নিয়ে যান। পরে নির্জন স্থান দেখে বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদীর পারে তাকে মেরে সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারের কাজ চলমান রয়েছে।’

Manual2 Ad Code

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া বলেন, ‘ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারে কাজ করছে পাশাপাশি জড়িতদের গ্রেফতারেও অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন