Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলে জনতার ধাওয়া : আটক ২

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছাত্রলীগের মশাল মিছিলে জনতার ধাওয়া : আটক ২

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুরে মশাল নিয়ে মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর পয়েন্টে এই ঘটনা ঘটে। মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, সন্ধ্যার দিকে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মশাল মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তবে ২ জন পাশ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে স্থানীয় জনতা তাদের সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে।

Manual1 Ad Code

এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, তাদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন