Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রীকে প্রধান শিক্ষকের ‌‘যৌন হয়রানি’, উত্তেজনা

admin

প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ০৪:০১ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ০৪:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছাত্রীকে প্রধান শিক্ষকের ‌‘যৌন হয়রানি’, উত্তেজনা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তজনো বিরাজ করছে। এঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (৬ জুন) দুপুরে নগররের টুলটিকর-কুশিঘাট এলাকায় হাজি মো. শফিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা গেছে, হাজি মো. শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসিবের বিরুদ্ধে এক শিক্ষার্থী শ্লীলতাহানীর অভিযোগ তুলেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসী প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

ঐ স্কুলের এক শিক্ষক জানান, বর্তমানে প্রধান শিক্ষক আব্দুল হাসিবকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন