Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ছিনতাই কারীকে জনতার ধাওয়া : গণপিটুনি খেয়ে হাসপাতালে

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছিনতাই কারীকে জনতার ধাওয়া : গণপিটুনি খেয়ে হাসপাতালে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক ছিনতাইকারী। এসময় উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া থেকে আটক করা হয়। এর আগে রিকাবিবাজার এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে ওই ছিনতাইকারী।

Manual4 Ad Code

আটক ছিনতাইকারীর নাম শরিফ আহমদ। সে সিলেটের আখালিয়া এলাকার মকদ্দছ আলীর ছেলে।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্টে শরিফ মোটরসাইকলযোগে এসে এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাকে ধাওয়া করে সুবিদবাজার বনকলাপাড়ায় গিয়ে ধরতে সক্ষম হন এবং ধোলাই দেন। এসময় শরিফের কাছ থেকে ছুরি ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা শরিফকে সোপর্দ করেন।

Manual2 Ad Code

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দর থানার এসআই প্রনজিত মন্ডল বলেন, তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন