সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

Daily Ajker Sylhet

admin

০১ জুন ২০২৩, ১২:১৬ অপরাহ্ণ


সিলেটে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার:
সিলেটে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে ধোপাদিঘিরপাড়স্থ শিশু পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোবাহানিঘাট পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জু।

জানা গেছে, গোবিন্দ ভাসমান সবজি বিক্রি করতেন। বৃহস্পতিবার ভোরে আখালিয়া নতুন বাজার থেকে সোবানিঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি আনতে যাওয়ার পথে ধোপাদিঘির পাড় শিশু পার্কের সামনে ছিনতাইকারীরা আটক করে। এক পর্যায়ে তাকে দাঁড়ালো ছুরি দিয়ে বুকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Sharing is caring!