Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে জলাবদ্ধ এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সংকট

admin

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জলাবদ্ধ এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সংকট

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের জলাবদ্ধ মানুষের মাঝে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মহানগরের শাহাজালাল উপশহর, তের রতন, সোবহানীঘাট, মেন্দিবাগ, কাজিরবাজার এলাকার বাসিন্দারা এমনটি জানিয়েছেন।

Manual6 Ad Code

ভুক্তভোগীরা জানান, ‘পানির মাঝে ভাসতেছি। না আছে খাওয়ার পানি, না আছে গোসলের পানি। বিশুদ্ধ পানির অভাবে রান্নাও করতে পারছি না ঠিকমতো। সিটি করপোরেশন মাঝেমধ্যে ছাড়ে একটু পানি। তখন হাটু পানি ভেঙে গিয়ে খাওয়ার জন্য এক ফোঁটা পানি নিয়ে আসি। চার দিন ধরে এমন চলছে।’

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘সিসিকের পানির লাইন অনেক এলাকায় ডুবে থাকায় পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। তবে শনিবার থেকে আমরা জলাবদ্ধ এলাকাগুলোর মানুষের মাঝে শুকনা খাবারের পাশাপাশি দুই লিটার করে পানি সরবরাহ শুরু করেছি।’

Manual5 Ad Code

শেয়ার করুন