Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও ৮ লাখ টাকা লুট

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ০৫:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ০৫:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও ৮ লাখ টাকা লুট

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন ফরিদাবাদ মাদরাসা এলাকায় একটি ডুপ্লেক্স বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদাবাদ মাদরাসা এলাকার আহমদ হাউজিংয়ের আতিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

বাসাটি থেকে ১৯ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট করার অভিযোগ করেছেন আতিকুল ইসলামের স্ত্রী রেজিয়া আক্তার জেলি।

Manual3 Ad Code

খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে এসে এয়ারপোর্ট থানাপুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

রেজিয়া আক্তার জেলি জানান- তাঁর স্বামী একটি কাজে ঢাকায় অবস্থান করছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরে ঢুকে। প্রথমে নিচতলায় থাকা জেলির শ্বাশুড়িকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। পরে উপরের তলায় এসে জেলির শয়নকক্ষে ঢুকে তাকে ও তার দুই ঘুমন্ত শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সকল স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ টাকা লুটে নেয় তারা।

Manual2 Ad Code

মোট ১৯ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে দাবি রেজিয়া আক্তার জেলির। জানান- এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন