Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পাথর লুটের ঘটনা তদন্ত শেষ হয়নি, বেড়েছে সময়

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ০৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পাথর লুটের ঘটনা তদন্ত শেষ হয়নি, বেড়েছে সময়

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দেখ-বিখ্যাত পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনা তদন্ত এখনো শেষ হয়নি। আরও তিনদিন সময় বাড়ানো হয়েছে। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে এ সময় বৃদ্ধি। আগামী বুধবার (২০ আগস্ট) তাদের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

রবিবার (১৭ আগস্ট) তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে তিনদিন সময় বাড়ানো হয় বলে জানিয়েছেন কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সম্প্রতি সিলেটের সাদাপাথর এবং জাফলং পর্যটনকেন্দ্রের লাখ লাখ ঘনফুট পাথর লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় সারাদেশে। নড়েচড়ে বসে সরকার। এমনকি রিট হয় উচ্চ আদালতেও। আদালত লুন্টিত পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপনেরও নির্দেশ দিয়েছেন।

এমন প্রেক্ষাপটে সিলেটসহ সারাদেশে শুরু হয় সাঁড়াশি অভিযান। উদ্ধার হয় অন্তত ৪ লক্ষাধিক ঘনফুট পাথর। গত ১২ আগস্ট সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় একটি তদন্ত কমিটি। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিরি অপর দুই সদস্য হলেন পাথর লুটের ঘটনায় বিতর্কিত কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আফজালুল ইসলাম।

Manual2 Ad Code

পুরো বিষয়টি খতিয়ে দেখে রবিবার (১৭ আগস্ট) এ কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল। তবে তা আর হয়নি। প্রয়োজনীয় কাজ শেষ না হওয়ায় কমিটি জেলা প্রশাসকের কাছে আরও তিনদিন সময় চেয়েছেন এবং তা মঞ্জুরও হয়েছে। সেই হিসাবে তদন্ত কমিটি আগামী বুধবার তাদের রিপোর্ট জমা দিবেন।

Manual2 Ad Code

কমিটির অন্যতম সদস্য পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আফজালুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, আজ রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও আমাদের আরও কয়েকদিন সময় প্রয়োজন। সময় বৃদ্ধির আবেদন করায় তা মঞ্জুর হয়েছে এবং আগামী বুধবার আমরা আমাদের প্রতিবেদন জমা দিবো।

শেয়ার করুন