Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পিকআপ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৪:০২ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৪:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পিকআপ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় মারকাজ পয়েন্টে পান বহনকারী একট পিকআপের উপর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত মো. সবুজ মিয়া (৩৫) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।

Manual2 Ad Code

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

Manual7 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমার কদমতলি থেকে পান নিয়ে একটি পিকআপ কাজিরবাজারে আসছিলো। শ্রমিক হিসেবে সবুজ সেই পিকআপে পান ভর্তি ও নামিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন। তাই কদমতলি থেকে তিনি পিকআপের উপরে করে কাজিরবাজার আসছিলেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে আসলে সড়কের উপর থাকা ক্রসিং বারে লেগে সবুজ পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন