Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে প্রবল বৃষ্টি : বিভিন্ন স্থানে হাঁটুপানি

admin

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ মে ২০২৫ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রবল বৃষ্টি : বিভিন্ন স্থানে হাঁটুপানি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রকৃতির খেয়ালে মঙ্গলবার দুপুরে, রাতে এবং বুধবার সকালে সিলেটে নেমে আসে প্রবল বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা যেটির পূর্বাভাস দিয়েছিলেন, সেটি যেন হুবহু সত্যি হয়ে দেখা দিল এই অঞ্চলে।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৩ মে) সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়ায় ২০০ মিলিমিটারে। ফলে সিলেট নগরীর একাধিক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা।

Manual4 Ad Code

আখালিয়া, সুবিদবাজার, খাসদবীর, বাদামবাগিচাসহ নগরীর অনেক এলাকায় রাস্তাঘাটে জমে যায় হাঁটুপানি। বুধবার সকালে অনেকেই ঘর থেকে বের হতে গিয়ে বিপাকে পড়েন। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পরেই, দুপুরের দিকে পানি নামতে শুরু করে। যদিও এই সময়ের মধ্যে জনজীবনে তৈরি হয় চরম দুর্ভোগ।

Manual1 Ad Code

এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বৃষ্টির কারণে এই অঞ্চলের নদ-নদীগুলোর পানি বাড়ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। আবহাওয়া অধিদপ্তরের মতে, সিলেটসহ দেশের চারটি অঞ্চলে বুধবার দুপুরের পর থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

শেয়ার করুন