Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাড়ির পাশে মিললো সৌদি ফেরত যুবকের লা*শ

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ০৩:০৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ | ০৩:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাড়ির পাশে মিললো সৌদি ফেরত যুবকের লা*শ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জালালাবাদে বাড়ির পাশে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও পূর্বপাড়ায় নিজ বাড়ির উত্তর-পূর্ব পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

Manual5 Ad Code

 

নিহতের নাম খাইরুল ইসলাম (২৪)। তিনি উমাইরগাঁও পূর্বপাড়া (২ নম্বর ওয়ার্ড), ২ নম্বর হাটখোলা ইউনিয়নের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। খাইরুল দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিক জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার হাতের আঙুল নীলচে রঙ ধারণ করেছে এবং লাশ উদ্ধারের বেশ কিছু সময় পরেও মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে।

 

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাইরুলের মৃত্যু হয়তো কোনো বিষাক্ত পদার্থের কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

 

Manual3 Ad Code

মুশফিক জানান, তিনি সৌদি আরব থেকে ফেরার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন