স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদে বাড়ির পাশে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও পূর্বপাড়ায় নিজ বাড়ির উত্তর-পূর্ব পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের নাম খাইরুল ইসলাম (২৪)। তিনি উমাইরগাঁও পূর্বপাড়া (২ নম্বর ওয়ার্ড), ২ নম্বর হাটখোলা ইউনিয়নের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। খাইরুল দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মুশফিক জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার হাতের আঙুল নীলচে রঙ ধারণ করেছে এবং লাশ উদ্ধারের বেশ কিছু সময় পরেও মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাইরুলের মৃত্যু হয়তো কোনো বিষাক্ত পদার্থের কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
মুশফিক জানান, তিনি সৌদি আরব থেকে ফেরার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।