Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মারা গেলেন যুবক

admin

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ০৩:২৭ অপরাহ্ণ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ০৩:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মারা গেলেন যুবক

Manual3 Ad Code

নবীগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আল-আমিন (২৮)। তিনি নবীগঞ্জ উপজেলার ওমরপুর এলাকার বাসিন্দা।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস শেরপুর হয়ে মৌলভীবাজার আসার পথে দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।

Manual6 Ad Code

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

Manual1 Ad Code

শেয়ার করুন