Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিক্ষিপ্ত পিকেটিং

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিক্ষিপ্ত পিকেটিং

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ রবিবার (৫ নভেম্বর) সকালে সিলেটের কয়েকটি স্থানে সড়কে পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইট ছড়িয়ে-ছিটিয়ে পিকেটিং করেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ জন নেতাকর্মী রাস্তার পাশে রাখা মানুষের ইট নিয়ে ভেঙে সিলেট-ঢাকা মহাসড়কে ছড়িয়ে দেন। এসময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Manual2 Ad Code

এদিকে, সিলেট-জকিগঞ্জ সড়কের মানিপুর ও কাজলশাহ এলাকায় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী প্রায় একই সময়ে গাছ ফেলে ও শুকনো ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন।

Manual3 Ad Code

এছাড়া সিলেট মহানগরের খাদিমনগরে পিকেটাররা গাড়ি ভাঙচুর করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

অপরদিকে, সিলেট-তামাবিল সড়কের জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভঙচুর করেন পিকেটাররা।

Manual3 Ad Code

শেয়ার করুন