সিলেটে ভুল ঠিকানা দিয়ে আবাসিক হোটেলে যুবক, পরদিন লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

admin

০১ এপ্রি ২০২৩, ০৪:২১ অপরাহ্ণ


সিলেটে ভুল ঠিকানা দিয়ে আবাসিক হোটেলে যুবক, পরদিন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার চৌধুরী আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মঞ্জু দাস (৪০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ছয়ঘরি গ্রামের মৃত সুভাস দাসের ছেলে। তবে তিনি হোটেলে কক্ষ বুকিং দেওয়ার সময় নিজের ভুয়া ঠিকানা দেন।

জানা গেছে, মঞ্জু দাস গত বৃহস্পতিবার রাতে চৌধুরী হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। তবে হোটেলে উঠার সময় মঞ্জু নিজেকে হবিগঞ্জের করিমপুরের বাসিন্দা বলে পরিচয় দেন। হোটেলে উঠার পর থেকে পরদিন (শুক্রবার) রাত পর্যন্ত ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবগত করে। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে বিছানায় মঞ্জু দাসের লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ওই যুবকের লাশ উদ্ধারের সময় পাশে যৌন উত্তেজক ট্যাবলেটের খোসা পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

Sharing is caring!