সিলেটে মদরিছ হত্যাকান্ডে ১৪ জন কারাগারে
২৬ মার্চ ২০২৫, ০১:১৫ অপরাহ্ণ


হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে পশ্চিমভাগ কদমতারা গ্রামের মদরিছ মিয়া তালুকদার হত্যা মামলার ১৪ জন আসামি আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে আজমিরীগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ভূইয়া তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
তারা হলেন, হেলাল মিয়া, দুলাল মিয়া, কৌশল মিয়া, জীবন মিয়া, হুছেন আহমদ, নশু মিয়া, হাবিবুর রহমান, মোতাব্বির মিয়া, রাশেল মিয়া, শাহাবুদ্দিন, মিলন মিয়া, গউছ মিয়া, নাঈন মিয়া, রাহিম মিয়া।
জানা যায়, গত ৬ মার্চ বৃহস্পতিবার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ কদমতাঁরা গ্রামে প্রতিপক্ষের হামলায় মদরিছ মিয়া তালুকদার গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় তার স্বজনরা তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মদরিছ মিয়াকে মৃত ঘোষনা করেন।
এরপর গত ৮ মার্চ নিহতের স্ত্রী শাহানারা খাতুন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদারকে প্রধান আসামি করে একই গ্রামের উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজান মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ্সহ আজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আকটকৃত মামলার আসামীরা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আজমিরীগঞ্জ চৌকি আদালতের উপ-পরিদর্শক মো.রফিকুল ইসলাম বলেন, আসামীরা আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালতের বিচারক শুনানী শেষে তাদের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।