Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মামার হাতে ভাগনে খুন !

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মামার হাতে ভাগনে খুন !

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের উপশহরে মামার হাতে ভাগনে খুনের ঘটনার খবর পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে শাহজালাল উপশহরের ই -ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহপরাণ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী।

পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান রাফি (২৪। তিনি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মাইজগাওয়ের আব্দুল বারীর ছেলে। উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি ।

Manual4 Ad Code

আর তার মামা জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আবু সুফিয়ান (৩৮)। তিনি নগরীর সোবাহানীঘাটের একটি ট্রেড সেন্টারের ব্যবসা করেন।

ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক অর্থ নিয়ে রাফি-সুফিয়ানের মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে।

যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই বাসার সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান। পরে বাসায় ফিরে রুম তালাবদ্ধ দেখেন ও রাফির কোন খোঁজ খবর পাচ্ছিলেন না।

এক পর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসার টাকা নিয়ে রাফির সাথে তার মামা আবু সুফিয়ানের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আবু সুফিয়ান পালিয়ে যায়।

Manual8 Ad Code

ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Manual8 Ad Code

শেয়ার করুন