Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

admin

প্রকাশ: ১১ মে ২০২৪ | ০২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৪ | ০২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

Manual6 Ad Code

নিহত কিশোরের নাম মো. ইয়াছির আরাফাত। সে দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মো. আব্দুস শুকুরের ছেলে।

ওসি বলেন, ‘দুর্ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Manual3 Ad Code

নিহত কিশোরের স্বজনরা জানান, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় দরবস্ত বাজর থেকে বাড়ি ফেরার পথে দরবস্ত-চতুল সড়কের খাদ্য গোদামের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী ইয়াছির আরাফাত। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইয়াছির আরাফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টা ৪৫ মিনিটের দিকে মারা যায়।

শেয়ার করুন