Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যুবলীগ নেতা মান্না র‌্যাবের জালে

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ০১:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ০১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যুবলীগ নেতা মান্না র‌্যাবের জালে

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শাহপরান থানার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

Manual8 Ad Code

আটককৃত আকরামুল ইসলাম মান্না (৩০) শাহপরান থানার দালইপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে। তিনি সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগের একজন নেতা হিসেবে পরিচিত।

Manual7 Ad Code

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় করা একটি পুরোনো মামলায় মান্না এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

Manual4 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই যুবলীগ নেতাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি সিলেটের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন