Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবের জালে ৪, পাওয়া গেলো যা

admin

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৫ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবের জালে ৪, পাওয়া গেলো যা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাবের জালে ৪ মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৪৭৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের সামনের জাফলং-গোয়াইনঘাট সড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তিনটি প্লাস্টিকের বাক্স নিয়ে পালানোর সময় তাদের ধরে র‌্যাব-৯ এর একটি দল।

ধৃত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট থানার দক্ষিণ প্রতাপপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. আজাদ মিয়া (১৬), মনাইকান্দি গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জাকির হোসেন (২১), জাফলংবস্তীর মঈন উদ্দিন মিয়ার ছেলে শামছুল ইসলাম (৩৫) ও দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুর গ্রামের মো. কালন মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫)।

Manual1 Ad Code

পরে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগগুলো খুলে মোট ৪৭৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

Manual2 Ad Code

র‌্যাবেরগ গণমাধ্যম শাখা জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গোযাইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন