Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাব দেখে পালিয়ে যায় মাদক কারবারিরা

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাব দেখে পালিয়ে যায় মাদক কারবারিরা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী অভিযানে ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। এসমস র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জের আভিযানিক দল গত ২৩ ডিসেম্বর রাতে বিশ্বম্ভরপুর উত্তর কাপনা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন