Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সরঞ্জামসহ ২২ জুয়াড়ি পুলিশের জালে

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সরঞ্জামসহ ২২ জুয়াড়ি পুলিশের জালে

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চাদনীঘাট এলাকায় অভিযানে পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পাশে চাঁন মিয়ার চায়ের দোকানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোগলাবাজার থানার মো. আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), একই থানা মৃত ইজার আলী মো. ইয়ারুফ আলী (২৮), মৌলভীবাজার সদর থানার মৃত সুধীর দাশের ছেলে সুজিত দাশ(৪০), গোয়াইনঘাট থানার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার মৃত আবুল কালাম ছেলে মো. রাসেল আহমেদ(২১), সিলেটের গোয়াইনঘাট থানার আব্দুল আহাদের ছেলে শামীম আহমদ (২৮), মোগলাবাজার থানার বোরহান উদ্দিনের ছেরে মো. আবু সাইদ (১৯), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার আবু বক্করের ছেলে মো. তাজুল ইসলাম (২৯), দক্ষিণ সুনামগঞ্জ থানার মৃত বশির মিয়া ছেলে সুমন আহমেদ (৩০) ও জকিগঞ্জ থানার মইয়ব আলীর ছেলে কুতুব উদ্দিন (৩০)।

Manual5 Ad Code

একই দিন বিকেলে সাড়ে চারটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটের হোটেল মারজানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ১২ জুয়ারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, রুপন তালুকদার (৩৪), মাহাবুব আলম বাপন (৩০), মোঃ হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া(৩৩), মোঃ মানিক মাসুক (৩০), মাজেদ আহমেদ(২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), মোঃ শাকিল (২৬), মোঃ মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫) ও মোঃ সানি (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত আসামীদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন