Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সাহেলের ‘খুনিদের’ ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

admin

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২২ মার্চ ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সাহেলের ‘খুনিদের’ ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

Manual2 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে সাহেল শাহরিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনের বক্তারা বলেন, সাহেল শাহরিয়ারের মতো তরুণকে মোটরবাইক গতিরোধ করে নৃশংসভাবে যারা হত্যা করেছে তারা এখনো বাইরে ঘোরাফেরা করছে।

Manual7 Ad Code

পুলিশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সাহেলের খুনিদের গ্রেপ্তার করা না হয় তাহলে অচিরেই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। শুক্রবার বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গোয়াইনঘাটের সর্বস্তরের ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব কথা বলেন বিক্ষুব্ধ জনসাধারণ।

Manual5 Ad Code

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমদ ও আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্য আজমল হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক ওমর ফারুক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দ রব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, গোয়াইনঘাট মোটরবাইক সমবায় সমিতির নেতা তানজিম রানা ও আল-আমিন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে সাহেল শাহরিয়ার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সাহেল উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা দাবি করছেন, সাহেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি।

Manual3 Ad Code

স্থানীয় একটি সূত্র বলছে, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে।

শেয়ার করুন