সিলেটে হোটেলে অসামাজিক কাজ : নারীসহ গ্রেফতার ৯

Daily Ajker Sylhet

admin

৩১ মার্চ ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ণ


সিলেটে হোটেলে অসামাজিক কাজ : নারীসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের বন্দরবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার নারীসহ ৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)।
রবিবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ ছিল বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ পরিচালিত হয়ে আসছে। রবিবার রাতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় চার নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সারোয়ার খান (২৫), ইয়ামিন (২৫), খসরু মিয়া (৩৫), রইচ আলী (২৮), মোঃ রুমেল আহমদ (২৮), ফাতেমা আক্তার জান্নাত (২৫), মোছাঃ মেঘনা আক্তার (২৬), সালমা বেগম (২৬), মোছাঃ নাজমা বেগম (২৮)।

আটককৃতদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!